সিঙ্গেল ডিজিট সুদে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা

হাওর বার্তা ডেস্কঃ  এখন থেকে সিঙ্গেল ডিজিট বা ৯ শতাংশ সুদে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারটি দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৫ সালে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ ১১ শতাংশ নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম এহসান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্যের ঊর্ধ্বগতি রোধে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হল। এ ছাড়া পণ্যটির এলসি মার্জিনের হার ন্যূনতম রাখার পরামর্শ দেয়া হয়েছে। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এতে দেশের বাজারে গত কয়েক দিনে পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। এ প্রেক্ষিতে পেঁয়াজ আমদানির অর্থায়নে সর্বোচ্চ সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর