রিয়াজ ভক্তদের জন্য দারুণ সুখবর। অসুস্থতার ধকল কাটিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। ডাক্তার ছয়মাসের পূর্ণাঙ্গ বিশ্রাম দিলেও কথা ছিলো ৯ নভেম্বর ‘কৃষ্ণপক্ষ’ ছবির সেটে ফিরবেন রিয়াজ। কিন্তু হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে, অনেকটা গোপনেই আজ রোববার সকাল থেকে উত্তরার হইচই শুটিং বাড়িতে শুটিংএ ফিরলেন তিনি। গত কয়েকদিন ধরেই শুনা যাচ্ছিলো খুব শিগগিরই শুটিংয়ে ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। এই হিসেবে তারিখ দেয়া হয়েছিল আগামী ৯ নভেম্বর। ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক মেহের আফরোজ শাওন জানিয়েছিলেন, ‘আগামী ৯ নভেম্বর ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিংয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে। ওইদিন থেকে অভিনয়ে অংশ নিবেন রিয়াজ ভাই। তবে শুটিং-এ ফেরার বিষয়টি এখনও তার চিকিৎসকের ওপর নির্ভর করছে।’ তিনি বলেন, ‘আমরা শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। এমনকি ১১ নভেম্বরের পর আরো তিন দিনের একটি সময় বাছাই করা হয়েছে। রিয়াজ ভাই কাজটা শেষ করতে আগ্রহী। উনি আসলে বরাবরই আন্তরিক মানুষ। তবে তিনি অংশ নিতে পারবেন কিনা, এ বিষয়ে চিকিৎসকের পূর্ণ পরামর্শ গ্রহণ করব আমি। তার সুস্থতা আমার কাছে সব কিছুর আগে।’ এদিকে এই ছবির শুটিংয়ে নতুন সূচিতে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহি। মাহি বলেন, ‘৯-১১ নভেম্বর, এ তিন দিন আমি কৃষ্ণপক্ষের শুটিংয়ে অংশ নেব। আমার সঙ্গে রিয়াজ ভাইয়ার থাকার কথা রয়েছে। এর কাজ হবে ঢাকাতেই।’ আশার কথা হলো, অসুস্থতার ধকল কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ। রোববার সকালে রাজধানীর উত্তরার হইচই শুটিং বাড়িতে হাজির হন তিনি। এরপরপরই শুরু হবে চিত্রধারণের কাজ। আগামী কয়েকদিন এখানেই ব্যস্ত সময় পার করবেন রিয়াজ। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক অপারেশন করে একটিতে রিং পরিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসা শেষে তাকে ডাক্তার ছয় মাসের পূর্ণ বিশ্রামের নির্দেশ দেন।
সংবাদ শিরোনাম
অনেকটা গোপনেই শুটিংয়ে ফিরলেন রিয়াজ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
- ৩৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ