স্থানীয় সরকার নির্বাচনে সরকারকে ‘ফাঁকা মাঠে গোল দিতে দেব না’ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খেলার মাঠে আসুন। মাঠ থেকে পালিয়ে গেলে চলবে না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তথ্যদর্পণ আয়োজিত ‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর সাফল্য’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা সিটি করপোরেশন এবং অনেক উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টার মাথায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। নাসিম বলেন, হারার ভয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেমন পালিয়ে গেছে তেমনিভাবে খালেদা জিয়াও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লন্ডনে পালিয়ে গেছেন। বলতে চাই, দল গোছান, নির্বাচনে আসুন, রেজাল্ট দেবে জনগণ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিসের সংলাপ? কার সাথে সংলাপ? খুনিদের সাথে কোনো সংলাপ হবে না। ২০১৯ সালে জনগণের সাথে সরকারের সংলাপ হবে। ৭১-এর খুনিদের সাথে কোনো সংলাপ হতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু চ্যাম্পিয়ন অব দা আর্থ নয়, ২০১৯ সালে জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হয়ে চ্যাম্পিয়ন অব বাংলাদেশ হবেন। আয়োজক সংগঠনের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
সংবাদ শিরোনাম
মাঠ থেকে পালিয়ে গেলে চলবে না
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
- ২৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ