বিসিএস (তথ্য) ক্যাডারের পদ পুনর্বিন্যাস করে বর্তমান সরকার প্রধান তথ্য অফিসারের পদটি গ্রেড-২ থেকে গ্রেড-১ এ উন্নীত করে।
তছির আহাম্মদ সচিব পদমর্যাদার এ পদে প্রথম ব্যক্তি হিসেবে পদোন্নতি লাভ করে সরকারের প্রধান তথ্য অফিসার পদে দায়িত্ব পেলেন। তথ্য মন্ত্রণালয় আজ তাঁর এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সুদীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তছির আহাম্মদ বিসিএস (তথ্য) ক্যাডারের জ্যেষ্ঠতম সদস্য। তিনি ভোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ মার্চ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স ও এম এ এবং প্রথম বিভাগে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ বিসিএস নিয়মিত ব্যাচে তথ্য সার্ভিসে যোগ দেন।
তছির আহাম্মদের সাত ভাইবোনের মধ্যে দুই ভাই প্রশাসন ক্যাডারে, এক ভাই স্বাস্থ্য ক্যাডারে এবং এক ভাই ও দুই বোন শিক্ষকতায় নিয়োজিত। তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।
-তথ্যবিবরণী