টাকা দিয়ে হল-মার্ক ব্যবসায় ফিরবে: অর্থমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী হল-মার্ক আবার ব্যবসায় ফিরবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সচিবালয়ে বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্ক টাকা দেবে। সবাই টাকা দেবে, এটা বিশ্বাস রাখেন। তারা (হল-মার্ক) আবার ব্যবসায় ফিরবে, সবাই ব্যবসায় ফিরবে। আমি নতুন করে ব্যবসায়ী সৃষ্টি করতে পারব না। যারা আছে, তাদের দিয়েই ব্যবসা করাতে হবে। ব্যবসায়ীরা কখনো শেষ হয়ে যায় না।’

হল-মার্কের কারখানাগুলো অচল হয়ে গেছে—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কারখানাগুলো অচল হলেও এদের নিচে যে “গোল্ড মাইন” আছে, সেটা কী করবেন?’

এ বিষয়ে বিশদ কিছু না বলে অর্থমন্ত্রী আরও বলেন, নতুন ব্যবস্থা যখন নেওয়া হবে, তখন সব জানা যাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর