ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যাকারীদের আন্তর্জাতিক মুরুব্বি আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৩৪৩ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আজকে যারা সন্ত্রাস, হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার বিজয়কে স্তব্ধ করতে চায় তাদেরও মুরব্বি আছে।’

রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের অডিটরিয়ামে বুধবার সন্ধ্যায় এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেলাহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘আপনারা বান্দরের লেজে আগুন দিয়ে সারা পৃথিবী তছনছ করবেন, আর বাংলাদেশে এসে চোরকে বলবেন চুরি করতে, গৃহস্থকে বলবেন সজাগ থাকতে- এই খেলা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এটা চলতে দেওয়া হবে না। এ সব চক্রান্ত ও অশুভ শক্তি জয়ী হবে না।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যে সকল সামরিক অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করতেন। তাই তাদের দেখে দেখে হত্যা করা হয়েছে।’

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেন, ‘লন্ডনে বসে খালেদা জিয়া কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করেছেন তা কোনো কথা হতে পারে না। কোনো ভদ্রলোক বলতে পারেন না। কোনো ভদ্র লোকের পক্ষে এ কথা বলা সম্ভব নয়। আপনার মুখে এ কথা মানায় না। আপনি খুনি। আপনি সিরিয়াল কিলার। লন্ডনে বসে চক্রান্ত করে বাংলাদেশে বিদেশীসহ সব ধরনের হত্যাকাণ্ড আপনিই ঘটাচ্ছেন।’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যানিস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করে নাসিম বলেন, ‘যারা আজকে মানবাধিকার ও আইনের শাসনের কথা বলেন। যেদিন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন। আমেরিকা, কানাডা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তাদের মুখে এ সব কথা মানায় না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হত্যাকারীদের আন্তর্জাতিক মুরুব্বি আছে

আপডেট টাইম : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আজকে যারা সন্ত্রাস, হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার বিজয়কে স্তব্ধ করতে চায় তাদেরও মুরব্বি আছে।’

রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের অডিটরিয়ামে বুধবার সন্ধ্যায় এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেলাহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘আপনারা বান্দরের লেজে আগুন দিয়ে সারা পৃথিবী তছনছ করবেন, আর বাংলাদেশে এসে চোরকে বলবেন চুরি করতে, গৃহস্থকে বলবেন সজাগ থাকতে- এই খেলা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এটা চলতে দেওয়া হবে না। এ সব চক্রান্ত ও অশুভ শক্তি জয়ী হবে না।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যে সকল সামরিক অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করতেন। তাই তাদের দেখে দেখে হত্যা করা হয়েছে।’

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেন, ‘লন্ডনে বসে খালেদা জিয়া কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করেছেন তা কোনো কথা হতে পারে না। কোনো ভদ্রলোক বলতে পারেন না। কোনো ভদ্র লোকের পক্ষে এ কথা বলা সম্ভব নয়। আপনার মুখে এ কথা মানায় না। আপনি খুনি। আপনি সিরিয়াল কিলার। লন্ডনে বসে চক্রান্ত করে বাংলাদেশে বিদেশীসহ সব ধরনের হত্যাকাণ্ড আপনিই ঘটাচ্ছেন।’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যানিস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করে নাসিম বলেন, ‘যারা আজকে মানবাধিকার ও আইনের শাসনের কথা বলেন। যেদিন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন। আমেরিকা, কানাডা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তাদের মুখে এ সব কথা মানায় না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।