৯০ মাস পেছালেও পিছু ছাড়ছি না

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মানুষকে অসম্মানিত করে কেউ সম্মানিত হতে পারেন না। মানুষের সম্মান পেতে হলে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। অত্যাচার করে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকেনি, থাকতেও পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে অনেক সম্মানিত হচ্ছেন। বিদেশের মতো দেশের মানুষও তাকে সম্মান করুক। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতীতে এক কর্মিসমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, গামছার জোয়ার দেখে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯০দিন নির্বাচন পেছানো হয়েছে। ৯০ দিন কেন ৯০ মাস পেছালেও পিছু ছাড়ছি না। আমাদের জয় হবেই। তিনি বলেন, কালিহাতীতে আমার জনসভায় ১৪৪ ধারা জারি করে জনসভা থামাতে চায় সরকার। যতই ১৪৪ ধারা জারি করুক না কেন কেউ দামাল ছেলেদের থামিয়ে রাখতে পারবে না। কাদের সিদ্দিকী বলেন, আমরা মানুষের সেবক। আমরা মানুষের সেবা করতে চাই। মানুষ রাজনীতিবিদদের জন্য কষ্ট করবে তা মেনে নেয়া যায় না। সভায় কালিহাতী উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতার সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি এ এইচ এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও যুব আন্দোলনের আহবায়ক হাবিব-উন নবী সোহেল প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর