হাওর বার্তা ডেস্কঃ প্রযুক্তির কল্যাণে ফ্রিজার বা রেফ্রিজারেটর এখন সবার হাতের নাগালে। আগে দাদি-নানিদের খাটুনি অনেক বেশি ছিল এই মাংস সংরক্ষণ করা নিয়ে। ফ্রিজারের কল্যাণে এখন সেই খাটুনি নেই।
তবে আমাদের দেশে ঘন ঘন বিদ্যুৎ যায় বলে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেক্ষেত্রে আপনি কি জানেন এই মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া ভালো? কতদিন পরে তা আর খাওয়ার উপযোগী থাকে না?
Food and Drug Administration (FDA) কর্তৃক স্বীকৃত তালিকা অনুযায়ী কাঁচা মাংস ফ্রিজারে ৬ থেকে ১২ মাস পর্যন্ত ভালো থাকে। এর বেশি সময় পর সংরক্ষিত মাংস খাওয়া স্বাস্থ্যকর নয়।
এক্ষেত্রে মাংস ফ্রিজে রাখার আগে খেয়াল রাখবেন তাতে যেন কোনো পানি না থাকে। এ জন্য মাংস ধুয়ে প্লাস্টিকের প্যাকেটে করে ফ্রিজে রাখুন।
তবে সংরক্ষণের পদ্ধতি সঠিক না হলে বা ফ্রিজের তাপমাত্রা ঠিক না থাকলে অথবা কোন কারণে যদি খেতে গিয়ে দেখেন নির্দিষ্ট সময়ের আগেই খাবারের স্বাদ, বর্ণ বা গন্ধ পরিবর্তিত হয়ে গেছে তবে সেক্ষেত্রে সে খাবার না খাওয়াই উত্তম।