ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীরিদের সাহায্যে প্রস্তুত পাকসেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীরিদের সহায়তায় পাকসেনা প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বলেছেন, অধিকৃত কাশ্মীরের জনগণের সাহায্যে সবকিছু করতে প্রস্তুত তার সৈন্যরা। ভারতীয় সংবিধান থেকে ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণার পরদিন মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাজওয়া।

সেখানেই এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা প্রস্তুত এবং আমাদের লক্ষ্য পূরণে যে কোনো পর্যায়ে যেতে বদ্ধপরিকর। কাশ্মীরিদের ন্যায়ের সংগ্রামে শেষ পর্যন্ত পাশে থাকবে পাক সেনাবাহিনী।

কাশ্মীরের ব্যাপারে ভারতের নিপীড়নমূলক পদক্ষেপকে বর্ণবাদী অভিহিত করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা একটা বর্ণবাদী আদর্শের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের লড়াই বর্ণবাদের বিরুদ্ধে।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যানের পর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিও জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের করণীয় ঠিক করতে মঙ্গলবার পাক পার্লামেন্টে শুরু হয়েছে যৌথ অধিবেশন। সেখানেই ইমরান বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর আলোচনার জন্য বারবার ভারতের দরজায় গিয়েছি।

কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম, তারা আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহী না। আমাদের আগ্রহকে তারা দুর্বলতা হিসেবে দেখছে। এখন বুঝতে পারছি, কেন তারা আলোচনা চায় না।

কাশ্মীর ইস্যুতে বিজেপির সিদ্ধান্ত হঠাৎ কোনো কিছু নয়। এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। বর্ণবাদী আদর্শ থেকেই তারা এটা করছে। তারা সবক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্বের প্রাধান্য দিয়ে বর্ণবাদের বাস্তবায়ন করছে। এর মাধ্যমে তারা নিজ দেশের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

এর আগে নয়াদিল্লির পদক্ষেপকে বেআইনি বলে নিন্দা জানান ইমরান খান। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দু’দেশের মাঝে সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে হুশিয়ারি দেন তিনি।

কাশ্মীর ইস্যুতে ভারতকে উপযুক্ত জবাব দিতে ইমরানের সরকারকে ‘পূর্ণ সহযোগিতা’ দেবে বলে জানিয়েছে বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। মঙ্গলবার দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ কথা বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরিদের সাহায্যে প্রস্তুত পাকসেনা

আপডেট টাইম : ০৯:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীরিদের সহায়তায় পাকসেনা প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বলেছেন, অধিকৃত কাশ্মীরের জনগণের সাহায্যে সবকিছু করতে প্রস্তুত তার সৈন্যরা। ভারতীয় সংবিধান থেকে ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণার পরদিন মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাজওয়া।

সেখানেই এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা প্রস্তুত এবং আমাদের লক্ষ্য পূরণে যে কোনো পর্যায়ে যেতে বদ্ধপরিকর। কাশ্মীরিদের ন্যায়ের সংগ্রামে শেষ পর্যন্ত পাশে থাকবে পাক সেনাবাহিনী।

কাশ্মীরের ব্যাপারে ভারতের নিপীড়নমূলক পদক্ষেপকে বর্ণবাদী অভিহিত করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা একটা বর্ণবাদী আদর্শের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের লড়াই বর্ণবাদের বিরুদ্ধে।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যানের পর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিও জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের করণীয় ঠিক করতে মঙ্গলবার পাক পার্লামেন্টে শুরু হয়েছে যৌথ অধিবেশন। সেখানেই ইমরান বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর আলোচনার জন্য বারবার ভারতের দরজায় গিয়েছি।

কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম, তারা আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহী না। আমাদের আগ্রহকে তারা দুর্বলতা হিসেবে দেখছে। এখন বুঝতে পারছি, কেন তারা আলোচনা চায় না।

কাশ্মীর ইস্যুতে বিজেপির সিদ্ধান্ত হঠাৎ কোনো কিছু নয়। এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। বর্ণবাদী আদর্শ থেকেই তারা এটা করছে। তারা সবক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্বের প্রাধান্য দিয়ে বর্ণবাদের বাস্তবায়ন করছে। এর মাধ্যমে তারা নিজ দেশের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

এর আগে নয়াদিল্লির পদক্ষেপকে বেআইনি বলে নিন্দা জানান ইমরান খান। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দু’দেশের মাঝে সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে হুশিয়ারি দেন তিনি।

কাশ্মীর ইস্যুতে ভারতকে উপযুক্ত জবাব দিতে ইমরানের সরকারকে ‘পূর্ণ সহযোগিতা’ দেবে বলে জানিয়েছে বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। মঙ্গলবার দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ কথা বলেন।