হাওর বার্তা ডেস্কঃ দুই মাস আগেই পুলিশে নিয়োগ পেয়েছেন। এরইমধ্যে অন্তত ২০০ যুবকের ঘুম হারাম করেছেন কুলসুম ফাতিমা নামে পাকিস্তানের ওই নারী পুলিশ। এই সময়ের মধ্যে প্রায় ২০০টি ধর্ষণ মামলার তদন্ত শেষ করেছেন ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও)।
দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও ফাতিমার এমন সফলতায় মুগ্ধ পুরো পুলিশ প্রশাসন।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফাতিমা।
সেখানে তিনি বলেছেন, পাকিস্তানে নাবালিকাদের ওপর দেশটির কামুক পুরুষদের যে যৌন হেনস্থামূলক আচরণ তা কখনোই মানতে পারিনি। এ নিয়ে মনের ভেতর ক্ষোভ ছিল। এইসব ধর্ষকদের শাস্তি দিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সাব-ইন্সপেক্টর হওয়ার পর সেই সুযোগ পেয়ে তা হাতছাড়া করিনি।’
ইতোমধ্যে আদালতে ওই ২০০ পুরুষের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন ফাতিমা।
দেশটির পুলিশ কর্মকর্তারা ফাতিমার এই সফলতার পর এখন নতুন করে নারী পুলিশে নিয়োগ বাড়ানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করেছেন।