হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকার চারদিকে ডেঙ্গুর আতঙ্কছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু রোগের ব্যাপারে সচেতন ছিল না, এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে।
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলেও জানান মেয়র।
রোববার (৪ আগস্ট) নগর ভবনের মূলফটকের সামনে ‘কুরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। এ মশা বাসাবাড়ির পরিচ্ছন্ন পানিতে জন্মায়। এ জন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ইমামদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। পাশাপাশি খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করবেন। এছাড়া কুরবানির ঈদের বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৩০টি বাসায় সিটি করপোরেশনের লোকজন যাচ্ছে। ইতোমধ্যে ১৫ হাজার বাসায় লার্ভা ধ্বংস করা হয়েছে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে বলে জানান মেয়র।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।