ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি সাংসদদের ক্লাস নিচ্ছেন মোদী-শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সংসদে বিজেপি সাংসদরা কি করেন বা কি কাজ করা উচিত, তা নতুন সংসদদের খাতায় কলমে শিখিয়ে দেওয়ার পাঠ শুরু হলো। দলের সমস্ত সাংসদদের এই ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক। খুব বড় কোনও কারণ ছাড়া এই ক্লাস কামাই করা যাবে না।

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ছাড়া বাংলার সাংসদরা সকলেই এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে প্রজ্ঞা সিং ঠাকুর, সাক্ষী মহারাজ, রাম শঙ্কর কাথেরিয়ার মত বিতর্কিত সাংসদরাও রয়েছেন। মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এর সঙ্গে আফ্রিকা দেশগুলির সফর করেছেন। বিজেপির অস্ত্র হাতে তুলে নেওয়া সাংসদ থেকে শুরু করে নাথুরাম গডসেকে ‘হিরো’ বানিয়ে দেওয়া সাংসদ সকলেই শনিবার উপস্থিত ছিলেন।

বলিউড জগৎ থেকে আসা হেমা মালিনী কিংবা সানি দেওল ও রয়েছেন–কারণ একটাই সংসদীয় পাঠ। সংসদীয় কর্তব্য কি তা বোঝা। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংসদের পাঠ পড়িয়েছেন। দলের ভার প্রাপ্ত কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডাও ক্লাস নেবেন। রবিবার ক্লাস নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও।

বাংলা থেকে বিজেপির ১৮ জন সাংসদের ‘পারফরম্যান্স’ খুব ভালো। তারা নিয়মিত সংসদে থাকেন। বিতর্কে অংশ নেন। প্রশ্ন করেন। মডেল সাংসদ হিসাবে কাজ করছেন তাঁরা। তবে অনেক রাজ্যের বিভিন্ন সাংসদদের কীর্তিকলাপ স্বস্তিতে থাকতে দেয়নি মোদি-শাহকে। সেক্ষেত্রে এই সংসদীয় ক্লাস, যাকে বিজেপি সাংসদরা ‘অভ্যাস বর্গ’ বলেন, তা-ই একমাত্র পথ বলে মনে করেছে দল। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই নরেন্দ্র মোদী এই ধরনের ওয়ার্কশপ চালু করেছিলেন। এখন কয়েকজন সাংসদের আচরণ নিয়েই চিন্তায় পড়েছেন মোদী-শাহ। তাই এবার ঘন ঘন অভ্যাস বর্গ আয়োজন করা হবে বলেই জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজেপি সাংসদদের ক্লাস নিচ্ছেন মোদী-শাহ

আপডেট টাইম : ১২:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সংসদে বিজেপি সাংসদরা কি করেন বা কি কাজ করা উচিত, তা নতুন সংসদদের খাতায় কলমে শিখিয়ে দেওয়ার পাঠ শুরু হলো। দলের সমস্ত সাংসদদের এই ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক। খুব বড় কোনও কারণ ছাড়া এই ক্লাস কামাই করা যাবে না।

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ছাড়া বাংলার সাংসদরা সকলেই এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে প্রজ্ঞা সিং ঠাকুর, সাক্ষী মহারাজ, রাম শঙ্কর কাথেরিয়ার মত বিতর্কিত সাংসদরাও রয়েছেন। মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এর সঙ্গে আফ্রিকা দেশগুলির সফর করেছেন। বিজেপির অস্ত্র হাতে তুলে নেওয়া সাংসদ থেকে শুরু করে নাথুরাম গডসেকে ‘হিরো’ বানিয়ে দেওয়া সাংসদ সকলেই শনিবার উপস্থিত ছিলেন।

বলিউড জগৎ থেকে আসা হেমা মালিনী কিংবা সানি দেওল ও রয়েছেন–কারণ একটাই সংসদীয় পাঠ। সংসদীয় কর্তব্য কি তা বোঝা। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংসদের পাঠ পড়িয়েছেন। দলের ভার প্রাপ্ত কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডাও ক্লাস নেবেন। রবিবার ক্লাস নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও।

বাংলা থেকে বিজেপির ১৮ জন সাংসদের ‘পারফরম্যান্স’ খুব ভালো। তারা নিয়মিত সংসদে থাকেন। বিতর্কে অংশ নেন। প্রশ্ন করেন। মডেল সাংসদ হিসাবে কাজ করছেন তাঁরা। তবে অনেক রাজ্যের বিভিন্ন সাংসদদের কীর্তিকলাপ স্বস্তিতে থাকতে দেয়নি মোদি-শাহকে। সেক্ষেত্রে এই সংসদীয় ক্লাস, যাকে বিজেপি সাংসদরা ‘অভ্যাস বর্গ’ বলেন, তা-ই একমাত্র পথ বলে মনে করেছে দল। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই নরেন্দ্র মোদী এই ধরনের ওয়ার্কশপ চালু করেছিলেন। এখন কয়েকজন সাংসদের আচরণ নিয়েই চিন্তায় পড়েছেন মোদী-শাহ। তাই এবার ঘন ঘন অভ্যাস বর্গ আয়োজন করা হবে বলেই জানা গেছে।