ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুর প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটানোর কঠিন নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটির মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে কঠিন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি বন্যা ও ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান।

রোববার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর হয়ে এ বার্তা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সারাদেশে ডেঙ্গু আতঙ্ক দূর করতে সচেতনতামূলক সভা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুকে আমরা সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি।

আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কয়েকটি সভায় অংশ নিতে ও চোখের চিকিৎসায় লন্ডন অবস্থান করছেন।

সেখান থেকে তিনি সার্বক্ষণিক দেশের খোঁজখবর রাখছেন এবং প্রতিটি বিষয়ে নির্দেশনা পাঠাচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ঢাকার ১২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট আটজন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটানোর কঠিন নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটির মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে কঠিন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি বন্যা ও ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান।

রোববার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর হয়ে এ বার্তা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সারাদেশে ডেঙ্গু আতঙ্ক দূর করতে সচেতনতামূলক সভা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুকে আমরা সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি।

আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কয়েকটি সভায় অংশ নিতে ও চোখের চিকিৎসায় লন্ডন অবস্থান করছেন।

সেখান থেকে তিনি সার্বক্ষণিক দেশের খোঁজখবর রাখছেন এবং প্রতিটি বিষয়ে নির্দেশনা পাঠাচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ঢাকার ১২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট আটজন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।