হাওর বার্তা ডেস্কঃ ভারতে ‘ক্রমবর্ধমান অসহিষ্ণুতা’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার খোলা চিঠি দিয়েছেন দেশটির ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই অভিনয়শিল্পী ও চলচ্চিত্র পরিচালক। ‘জয় শ্রী রাম’ যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে বলে দাবি করে তারা সোচ্চার হয়েছেন গণপিটুনি নিয়ে। তাদের বক্তব্যকে সমর্থন জানালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।
তার মতে, ‘কোনো মতেই দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সত্ত্বা নষ্ট হওয়া উচিত নয়।’ ইকবালের কবিতা ‘সারে জাহাঁ ছে আচ্ছা’-এর একটি অংশ তুলে ধরে বসিরহাটের সাংসদ গণপিটুনি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে মোদিকে লেখা ৪৯ বিশিষ্টজনের চিঠিকে তিনি সমর্থন জানিয়েছেন।
লিখেছেন, ‘গোমাংস খাওয়া অথবা গোপাচারের গুজবের কারণে নাগরিকদের উপর তথাকথিত গোরক্ষকদের আক্রমণের ঘটনা প্রচুর ঘটছে। নির্দিষ্ট ক্ষেত্রে সরকারের নীরবতা ও কোনো ব্যবস্থা না নেয়াটা আমাদের জন্য কষ্টদায়ক।’
অভিনেত্রী ও প্রথমবারের সাংসদ আরও লিখেছেন, ‘ধর্মনিরপেক্ষ ভারতের নতুন প্রজন্মের একজন তরুণ সাংসদ হিসেবে আমি সরকার ও সব আইনপ্রণেতাদের কাছে অনুরোধ করছি, গণতন্ত্রের উপর গণপিটুনি দেয়া ব্যক্তিদের এমন আঘাত বন্ধ করতে কড়া আইন করা হোক। এটাকে কঠোর হাতে দমন করা হোক।’
ইকবালের কবিতা তুলে ধরে নুসরাত জাহান শেষ দিকে লিখেছেন, ‘শুধুমাত্র মানবতার জন্য গরুর নাম করে, ভগবানের নাম করে, কারও দাড়ি আছে বলে, কারও টুপি আছে বলে খুনখারাপি বন্ধ করা হোক।