ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়া সাহাকে ভদ্র মহিলা বললেন ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে সদ্য বহিষ্কৃত প্রিয়া সাহাকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ জুলাই) খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তৃতীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে প্রিয়াকে নিয়ে কথা বলার সময় এ আখ্যা দেন তিনি।

‘প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন আজকে কত ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বাংলাদেশকে একটা পুরোপুরিভাবে নতজানু, পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবার জন্য। বিভিন্নভাবে জাতীয় আন্তর্জাতিক সেই চক্রান্ত চলছে। আমরা জানি না, আমরা পত্রিকায় পড়ছি-প্রিয়া সাহা নামে একজন ভদ্র মহিলা ওয়াশিংটনে কী বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাই ক্ষুব্ধ হয়ে গেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রথমদিন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন, “তার (প্রিয়া সাহা) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ।” এরপরের দিন উনি বললেন না, “তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া উচিত। তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন।” যে ভিডিও টেলিফোন কনভারসেশন বেরিয়ে এসেছে সেখানে তিনি বলেছেন, “এটা তো আমার কথা নয়, এটা প্রধানমন্ত্রীর কথা।” আমরা জানতে চাই, দেশবাসী জানতে চায় কোনটা সত্যি? এটা কী প্রধানমন্ত্রী কথা নাকি প্রিয়া সাহার কথা।’

ফখরুল আরও বলেন, ‘আমরা জানতে চাই, এই চক্রান্ত কিসের চক্রান্ত? জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত বলা হচ্ছে সেই আন্তর্জাতিক চক্রান্তটা কী? এটা কি বাংলাদেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, দেশের অস্তিত্ব, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। অবশ্যই এর জবাব এই সরকারকে দিতে হবে।’

মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রিয়া সাহাকে ভদ্র মহিলা বললেন ফখরুল

আপডেট টাইম : ১২:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে সদ্য বহিষ্কৃত প্রিয়া সাহাকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ জুলাই) খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তৃতীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে প্রিয়াকে নিয়ে কথা বলার সময় এ আখ্যা দেন তিনি।

‘প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন আজকে কত ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বাংলাদেশকে একটা পুরোপুরিভাবে নতজানু, পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবার জন্য। বিভিন্নভাবে জাতীয় আন্তর্জাতিক সেই চক্রান্ত চলছে। আমরা জানি না, আমরা পত্রিকায় পড়ছি-প্রিয়া সাহা নামে একজন ভদ্র মহিলা ওয়াশিংটনে কী বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাই ক্ষুব্ধ হয়ে গেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রথমদিন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন, “তার (প্রিয়া সাহা) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ।” এরপরের দিন উনি বললেন না, “তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া উচিত। তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন।” যে ভিডিও টেলিফোন কনভারসেশন বেরিয়ে এসেছে সেখানে তিনি বলেছেন, “এটা তো আমার কথা নয়, এটা প্রধানমন্ত্রীর কথা।” আমরা জানতে চাই, দেশবাসী জানতে চায় কোনটা সত্যি? এটা কী প্রধানমন্ত্রী কথা নাকি প্রিয়া সাহার কথা।’

ফখরুল আরও বলেন, ‘আমরা জানতে চাই, এই চক্রান্ত কিসের চক্রান্ত? জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত বলা হচ্ছে সেই আন্তর্জাতিক চক্রান্তটা কী? এটা কি বাংলাদেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, দেশের অস্তিত্ব, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। অবশ্যই এর জবাব এই সরকারকে দিতে হবে।’

মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু প্রমুখ।