লাল সবুজের রঙে রঙিন করা হচ্ছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাওর বার্তা ডেস্কঃ কেবল বিদ্যালয়গুলোর রং বদলায়নি। বদলে গেছে শিক্ষার্থী উপস্থিতির চিত্রও। লাল সবুজের নান্দনিক আবেদন যেন ঘর থেকে ডেকে নিয়ে আসছে কোমলমতি শিশুদের। উদ্যোগটি নিয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। লাল-সবুজের রঙে রঙিন করা হচ্ছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাল্টে যাচ্ছে বিদ্যালয়গুলোর পরিবেশ। নতুন পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা মনোযোগী হয়ে উঠছে খেলাধুলা আর পড়ালেখার প্রতি। এতে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানায়, উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গত মে মাসে প্রাথমিক শিক্ষা অফিসে সভা করে প্রথম পর্যায়ে ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লাল সবুজে রাঙানোর পরামর্শ দেওয়া হয়। পরে পর্যায়ক্রমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লাল সবুজে রঙিন করা হবে।

নির্দেশনা অনুযায়ী এরইমধ্যে উপজেলার বামুনখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামুনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুখী জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউট বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইথল সরকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইথল মৃধা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অললী তললী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাল সবুজে রঙিন হয়ে উঠেছে। রাঙানোর কাজ চলছে প্রথম পর্যায়ের বাকি বিদ্যালয়গুলো।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুশল আহমেদ রনি বলেন, আমরা বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে দেখেছি, যেসব বিদ্যালয় ভবন ভাঙাচোড়া, বিবর্ণ সেই বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীরা মনমরা হয়ে থাকে, খেলাধুলা করে না, পড়ালেখায় মনোযোগী হয় না। কিন্তু রঙিন বিদ্যালয়গুলোতে শিশুরা আনন্দ নিয়ে খেলাধুলা ও পড়ালেখা করে।

ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার বলেন, বিদ্যালয়ের পরিবেশ ভালো হলে শিশুরা আনন্দ পায়। আমরা প্রথম পর্যায়ে ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লাল সবুজে রঙিন করার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়গুলোও রাঙানো হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর