প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপনির্বাচন হবে ৮ই ডিসেম্বর। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ মৌলভীবাজার-৩ শূন্য আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ই নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৪ই নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২২শে নভেম্বর। ৮ই ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোট হবে। গত ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। তার মৃত্যুর পর মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হওয়ায় ১৪ই ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতাও রয়েছে। আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর সংসদ সচিবালয়ের চিঠি পেয়ে উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৃহস্পতিবার কমিশন বৈঠক হয়। কমিশন সভা শেষে সিইসি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটের তফসিল ঘোষণা করেন। এ উপনির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি। ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।
সংবাদ শিরোনাম
মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচন ৮ই ডিসেম্বর
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৪০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
- ২৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ