হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল। দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন কারাগারে গেছেন। আর যাঁরা দল চালাচ্ছেন, তাঁরাও দুর্নীতিবাজ ও দণ্ডিত।
শনিবার (২২জুন) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ প্রমুখ।
আন্দোলন করে বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার যে ঘোষণা দিয়েছে তার জবাবে সড়কমন্ত্রী বলেন, তারা যদি পারে আন্দোলন করে তাদের চেয়ারপারসনকে মুক্ত করে নিক। যদি সাহস থাকে, সক্ষমতা থাকে তারা আন্দোলন করুক। আমাদের কোন সমস্যা নেই। গত ১০ বছরে দশ মিনিটের আন্দোলন আমরা দেখতে পেলাম না। তাদের আন্দোলন কবে দেখতে পাবো এটা আমাদের জানা নেই।
বিএনপির পরবর্তী কাউন্সিলে তারেক রহমানকে চেয়ারসন করা হতে পারে এ বিষয়টি কিভাবে দেখছেন? জানতে চাইলে তিনি বলেন বলেন, বিএনপির যেভাবে জন্ম, যেভাবে বিকাশ তাতে তারা এমনটা করলে অবাক হওয়ার কিছু নেই। তারা তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে এটা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তাদের দুর্নীতিতে ধারা সেই ধারা থেকে তারা সরে যাবে এমন আশা করা দুঃস্বপ্নেরই নামান্তর।
উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, বিদ্রোহীদের ব্যাপারে আমরা কঠোর হবো। আমাদের নেত্রী সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসলে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং হবে। সেখানে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।
তিনি বলেন, ৭০ বছরে আমাদের বড় অর্জন স্বাধীনতা ও মুক্তি। দেশের মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট তাকে হত্যা করার পর বাঙ্গালী জাতিকে মুক্তি দেয়ার আন্দোলন অনেকটা পিছিয়ে পড়ে। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের পথ চলায় নতুন যাত্রা যোগ করে। শেখ হাসিনা নির্বাচনেও সফল আন্দোলনেও সফল।
তিনি বলেন, এই বাংলাদেশ বিদেশীদের চোখে এক সময় গলিত লাস, তলাবিহীন ঝুড়ি আর অভাবের দেশ। সেই দেশকে এখন কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা। বাংলাদেশ আজ সারা দুনিয়ায় প্রশংসার দাবিদার।
মন্ত্রী বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় দুর্নীতি আছে। এই দেশ এক সময় পর পর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এখন আমাদের বড় শক্তি শেখ হাসিনার মতো সৎ একজন নেত্রী। নানা সংকট থেকে দেশকে মুক্ত করে দেশকে শৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ এত বড় একটি দল। কেন্দ্রের একটি নেতার বিরুদ্ধে বা নতুন মন্ত্রীসভার একজন মন্ত্রীর বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ কেউ উত্থাপন করত্পোরেনি।
সম্প্রতি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংসদে উপজেলা নির্বাচনের উদাহরণ তুলে ধরে বলছেন, নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে।
নিজ জোটের শরিক দলের অন্যতম শীর্ষ নেতার এমন মন্তব্য আওয়ামী লীগ কিভাবে মূল্যায়ন করছে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেটা তার ব্যক্তিগত মত হয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে কথা বলতে চাই না। এখন বিরোধী দল যদি নির্বাচনে না আসে শুধু আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে তো সব জায়গায় অন-কনটেস্টে নির্বাচিত হয়ে যাবে।
তিনি আরও বলেন, মানুষ আগ্রহ হারাবে। এটা আবার দৃষ্টিকটু হয়ে যেত। মেনন ভাই যেটা বলেছেন আমি তাকে বলব, তারা যদি সব জায়গায় প্রার্থী দিতে পারতেন তাহলে বিষয়টা অন্যরকম হতো।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের ৭০ বছর উপলক্ষে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে।
ঢাকা থেকে শুরু করে প্রতিটি উপজেলায় সাজসজ্জা করা হয়েছে। কেন্ত্রীয়ভাবে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।