নামাজ বেহেশতের চাবি। ইসলাম ধর্মে মহান আল্লাহ পাক নর-নারীর জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ হলো মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মূলত সে কারনেই ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি সুন্নাত ও বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না। চলুন কোন ধরণের মুসলিম নারীর নামাজ কবুল হয় না তা হাদিসের আলোকে জেনে নিই- ১. নবী কারীম সা. এরশাদ করেন, সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয়, ততক্ষণ তার নামাজ কবুল হবে না। (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ,সিলসিলাতুস সাহীহা : হা. ১০৩১) ২. অন্য একটি হাদিসে নবী কারীম সা. এরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে, তাকে আদেশ করলে সত্বর তা পালন করে, স্বামী বাহিরে গেলে নিজের দেহ, সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর সম্পদের যথার্থ রক্ষণা বেক্ষণ করে। (মুসনাদে আহমদ : ২/২৫১, নাসাঈ : হা. ৩২৩১)
সংবাদ শিরোনাম
ছোট্ট একটি ভুলের কারণে অনেক মহিলার নামাজই কবুল হয় না
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
- ২৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ