হাওর বার্তা ডেস্কঃ চোখের ছানি রোগে অস্ত্রোপচার করতে হলেও সুদিন আসছে যখন ‘আইড্রপ’ ব্যবহার করেই রোগি মুক্তি পাবেন ছানি রোগ থেকে। মিসরের চিকিৎসাবিজ্ঞানীরা এমনি এক ‘আইড্রপ’ উদ্ভাবন করেছেন যা চোখের চিকিৎসায় নুতন এক যুগের সূচনা করবে। সস্তায় এবং ব্যথামুক্তভাবে ছানি রোগিরা এবার উপশম পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে এধরনের ছানি রোগে আক্রান্ত হওয়ার পর হাজার হাজার রোগিকে অস্ত্রোপচার করতে হয়।
কারণ তারা চোখে ছানি নিয়ে পড়তে, লিখতে ও দেখতে পারেন না। চলাচলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমানে বিশ্বে সাড়ে ২৮ কোটি রোগি রোগি রয়েছেন যারা চোখে দেখতে অসুবিধায় পড়েন। ফ্রেড হলোওস ফাউন্ডেশনের হিসেবে সোয়া ৩ কোটি মানুষ অন্ধ হয়ে পড়েছেন। এদের ৯০ শতাংশই উন্নয়নশীল দেশে।
অন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলোর একটি চোখের ছানি রোগ। এর একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার এবং তা বেশ কিছুটা ব্যয়বহুল। খোদ যুক্তরাষ্ট্রে ৪০ বছরের বেশি এমন ২ কোটি মানুষের চোখে ছানি রোগ রয়েছে বলে জানিয়েছে আমেরিকান একাডেমি অব অফথালমোলোজি। উদ্ভাবিত আইড্রপটি খরগোশের চোখে ব্যবহার করে আকাঙ্খিত ফল পেয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা।
এক সপ্তাহের ব্যবহারে এ ফল পাওয়া গেছে। এমনকি একটি কুকুরের চোখে ব্যবহারেও একই ফল পেয়েছেন বিজ্ঞানীরা। এখন মানুষের চোখে ব্যবহারের পর আকাঙ্খিত ফল পেলেই আইড্রপটি বাজারজাত শুরু হবে। এবং তা ব্যবহারে লাখ লাখ মানুষের জীবন পাল্টে দেবে বলেই আশা বিজ্ঞানীদের।