ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ২৪৭ বার

দুই বিদেশি নাগরিক হত্যা ও হোসেনী দালানে হামলাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না। রাজধানীর শেরেবাংলা নগরে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের জড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে তদন্ত ছাড়াই বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে। অনেক হত্যা মামলায় বিএনপির নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিরোধী দল নির্মূল করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, আমরা গণতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী, সন্ত্রাসীর বিরুদ্ধে ও জনগণের ভোটের অধিকারের কথা বলি। এ অপরাধে আমাদের গ্রেফতার করা হচ্ছে। সরকারের কাজ হলো প্রকৃত অপরাধীকে আড়াল করা। আর বিএনপি নেতাদের গ্রেফতার করা।
গয়েশ্বর বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা চীনা বাদাম খায়। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে পারে না। এ সব হত্যাকাণ্ডের ফলে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা পেশাগত বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তদন্ত না করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেয়াজ আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না

আপডেট টাইম : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫

দুই বিদেশি নাগরিক হত্যা ও হোসেনী দালানে হামলাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না। রাজধানীর শেরেবাংলা নগরে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের জড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে তদন্ত ছাড়াই বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে। অনেক হত্যা মামলায় বিএনপির নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিরোধী দল নির্মূল করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, আমরা গণতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী, সন্ত্রাসীর বিরুদ্ধে ও জনগণের ভোটের অধিকারের কথা বলি। এ অপরাধে আমাদের গ্রেফতার করা হচ্ছে। সরকারের কাজ হলো প্রকৃত অপরাধীকে আড়াল করা। আর বিএনপি নেতাদের গ্রেফতার করা।
গয়েশ্বর বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা চীনা বাদাম খায়। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে পারে না। এ সব হত্যাকাণ্ডের ফলে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা পেশাগত বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তদন্ত না করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেয়াজ আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।