হাওর বার্তা ডেস্কঃ একটি সংযোগ সেতু পাল্টে দিল পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ইটাখোলা মঠখোলা কটিয়াদী রাস্তার ৩৩তম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদীর উপর নব নির্মিত মঠখোলা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এসময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের রোল মডেল, প্রতিটি স্তরে উন্নয়নের ছোঁয়ার এরই একটি স্তর। আজকের ইটাখোলা মঠখোলা কটিয়াদী রাস্তার ৩৩তম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদীর উপর নব নির্মিত মঠখোলা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করার ফলে প্রান্তিক পর্যায়ের জনগণ উপকৃত হবে। দেশের অর্থনীতির চাকা সচল হবে।
১৬ মে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে নির্মিত এই সেতু দিয়ে পার্শ্ববর্তী কটিয়াদী, কাপাসিয়া, মনোহরদী, গফরগাঁওসহ আশ পাশের অনেক উপজেলার কৃষকের পণ্য পরিবহনে অনেক সুযোগ সুবিধা পাবে।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু), উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।