একাদশে ভর্তি: এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ হচ্ছে কলেজ

হাওর বার্তা ডেস্কঃ এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর এবার শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। আগামী ১২ মে শুরু হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন।

এদিকে, এবার একাদশে ভর্তির ক্ষেত্রে তিন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি কলেজগুলোকে ভাগ করা হবে। গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে এ, বি ও সি ক্যাটাগরিতে কলেজগুলোকে ভাগ করা হবে।

এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘কলেজগুলোকে ক্যাটাগরি করার মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারব। কোন কলেজগুলো নিচ থেকে ওপরে উঠে এসেছে। আবার কারা ওপর থেকে নিচে নেমে গেছে। আমরা ক্যাটাগরির মাধ্যমে তা দেখতে পারব। যারা ভালো করতে পারছে না, তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে পারব।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর