ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এমপি ভবনে অন্য কেউ থাকলে ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্যদের ভবনের ফ্ল্যাটে এমপি বা তার পরিবারের সদস্য নন এমন কেউ বসবাসের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে সংসদ কমিটি। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি চিফ হুইপ নুর-ই আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদের বন্ধ ৭ নম্বর গেট (বিমান মোড়) খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ গেট দিয়ে শুধুমাত্র সংসদ সদস্য, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের চলাচল নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে মহিলা এমপিদের জন্য অফিসকক্ষ বরাদ্দ, নাখালপাড়ায় ১, ২ ও ৩ নম্বর সংসদ সদস্য ভবন এমপিদের জন্য রেখে ৪, ৫, ৬ ও ৭নং সংসদ সদস্য ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ অস্থায়ী ভিত্তিতে এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) কাছে হস্তান্তর করার সুপারিশ করা হয়।

এছাড়া সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা শেরেবাংলা নগরে অফিস কক্ষগুলোর তত্ত্বাবধান ও ভাড়া আদায়ের দায়িত্ব মেম্বারস ক্লাবের পরিবর্তে হোস্টেল শাখার কাছে হস্তান্তর, সংসদ সদস্য ভবনে একটি মসজিদ নির্মাণের সম্ভাব্যতা যাচাই, বন্ধের সময়ে সংসদ সদস্য ভবনে পরিচ্ছন্নতা অব্যাহত রাখা, হুইপদের বাসভবন সংস্কার এবং সংসদের সব জায়গায় একই ধরনের বৈদ্যুতিক বাল্ব লাগানোর ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

এমপি হোস্টেলের নিরাপত্তায় সাব-কমিটি: বৈঠকে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য নূর মোহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির অন্য সদস্যরা হলেন মো, আবু জাহির এবং শওকত হাচানুর রহমান (রিমন)। বৈঠকে দ্রুত সময়ে সরেজমিনে ফ্ল্যাট পরিদর্শন করে একটি নিরাপত্তা রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।

নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, মাহবুব আরা বেগম গিনি, মো. আবু জাহির, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক এবং শওকত হাচানুর রহমান (রিমন) অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো. এনামুল হক, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও আব্দুস শহীদ বৈঠকে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এমপি ভবনে অন্য কেউ থাকলে ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে

আপডেট টাইম : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্যদের ভবনের ফ্ল্যাটে এমপি বা তার পরিবারের সদস্য নন এমন কেউ বসবাসের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে সংসদ কমিটি। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি চিফ হুইপ নুর-ই আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদের বন্ধ ৭ নম্বর গেট (বিমান মোড়) খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ গেট দিয়ে শুধুমাত্র সংসদ সদস্য, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের চলাচল নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে মহিলা এমপিদের জন্য অফিসকক্ষ বরাদ্দ, নাখালপাড়ায় ১, ২ ও ৩ নম্বর সংসদ সদস্য ভবন এমপিদের জন্য রেখে ৪, ৫, ৬ ও ৭নং সংসদ সদস্য ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ অস্থায়ী ভিত্তিতে এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) কাছে হস্তান্তর করার সুপারিশ করা হয়।

এছাড়া সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা শেরেবাংলা নগরে অফিস কক্ষগুলোর তত্ত্বাবধান ও ভাড়া আদায়ের দায়িত্ব মেম্বারস ক্লাবের পরিবর্তে হোস্টেল শাখার কাছে হস্তান্তর, সংসদ সদস্য ভবনে একটি মসজিদ নির্মাণের সম্ভাব্যতা যাচাই, বন্ধের সময়ে সংসদ সদস্য ভবনে পরিচ্ছন্নতা অব্যাহত রাখা, হুইপদের বাসভবন সংস্কার এবং সংসদের সব জায়গায় একই ধরনের বৈদ্যুতিক বাল্ব লাগানোর ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

এমপি হোস্টেলের নিরাপত্তায় সাব-কমিটি: বৈঠকে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য নূর মোহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির অন্য সদস্যরা হলেন মো, আবু জাহির এবং শওকত হাচানুর রহমান (রিমন)। বৈঠকে দ্রুত সময়ে সরেজমিনে ফ্ল্যাট পরিদর্শন করে একটি নিরাপত্তা রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।

নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, মাহবুব আরা বেগম গিনি, মো. আবু জাহির, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক এবং শওকত হাচানুর রহমান (রিমন) অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো. এনামুল হক, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও আব্দুস শহীদ বৈঠকে অংশ নেন।