কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। এসব পুরস্কারে আমরা সন্তুষ্ট নই। শেখ হাসিনা নোবেল পুরস্কার পেলেই আমরা সন্তুষ্ট হব। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যগাথা নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। নুরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্ব নেত্রী। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে মানুষ ঘুমাতে পারবে না। লাখ লাখ মানুষকে হত্যা করা হবে। তিনি বলেন, টাকা দিয়ে কিনে নয়, কাজের মাধ্যমে সব পুরস্কার অর্জন করেছেন তিনি। এরপরও ওই সব পুরস্কারে আমরা সন্তুষ্ট নই। তিনি নোবেল পুরস্কার পেলেই আমরা সন্তুষ্ট হব। এসময় তিনি পার্বত্য শান্তি চুক্তির জন্য শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি করেন। প্রবাসীদের সঠিক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করে নূরুল ইসলাম বলেন, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। তাহলে আপনাদের রেমিট্যান্সের সঠিক হিসাব রাখা যাবে। তিনি বলেন, বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য চারটি আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার রয়েছে। এ বছরের মধ্যে দেশের পাঁচ লাখ লোককে বিদেশে পাঠানো হবে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, সাংসদ হাবিবে মিল্লাত, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ নেতা মজিবুর রহমান, ইকবাল মাহমুদ, রফিকুল ইসলাম প্রমুখ
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা নোবেল পেলে সন্তুষ্ট হবেন মন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
- ৪৫৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ