জামায়াত ভেঙে ‘জন আকাঙক্ষার বাংলাদেশ’ নামের নতুন দল

হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন করা হবে, এই ঘোষণা দিয়ে সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন: মুক্তিযুদ্ধে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে তাদের মতবিরোধ থেকেই তাদের এই উদ্যোগ।

জামায়াতে ইসলামের সঙ্গে বেশ কিছু ইস্যুতে দীর্ঘদিন ধরেই দ্বিমত জানিয়ে আসছিল দলটির একাংশ। কিন্তু এগুলোর সমাধান না হওয়ায় জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে নতুন করে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির একাংশ।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জন আকাঙক্ষার বাংলাদেশ’ নামের নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উদ্যোগটির সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন: মুক্তিযুদ্ধে জামায়াতের রাজনৈতিক অবস্থানের বোঝা একাত্তর পরবর্তী প্রজন্মকে বহন করা উচিত নয়।

দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিভিন্ন বিষয় তুলে ধরে গণতন্ত্র রক্ষায় নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলেন। জামায়াত বা অন্য কোন দলের সাথে নতুন এই উদ্যোগের কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি।

নতুন রাজনৈতিক দলটিতে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি সকল ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর