যত্রতত্র রোহিঙ্গা বসতি

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শরণার্থীশিবিরে পাহাড়, টিলা কেটে বসতি স্থাপন করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। অনেক স্থানে ফসলি জমিতেও যত্রতত্র গড়ে উঠছে ঘর ও দোকানপাট। এতে করে উজাড় হচ্ছে বনভূমি। যত্রতত্র কাটা হচ্ছে গাছ। গবেষকেরা বলছেন, এতে ভারসাম্য হারাতে বসেছে পাহাড়ি এলাকার পরিবেশ। উখিয়া উপজেলায় বেশ কয়েকটি অস্থায়ী শরণার্থীশিবির স্থাপন করা হয়েছে। নতুন করে জমি বরাদ্দও দেওয়া হয়েছে। অনেক রোহিঙ্গা জায়গা পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। যারা জায়গা পাচ্ছেন না তাঁদের অনেকেই নিজ উদ্যোগে টিলা কেটে ঘর তৈরি করে নিচ্ছেন। অনেকে ঘর করছেন ধানের খেতে। ছবিগুলো গত সপ্তাহে উখিয়ার বালুখালী এলাকা থেকে তোলা।

ঘর তৈরি করতে ঝোপ পরিষ্কার করছেন একজন।বসতি স্থাপন করতে জমি তৈরি করছেন কয়েকজন।ঝুপড়ি স্থাপন করতে মাটি সমান করছেন এক নারী।বসতি স্থাপন করতে কাটা হয়েছে অসংখ্য গাছ।টিলা কাটছেন কয়েকজন রোহিঙ্গা পুরুষ।ফসলি জমিতে স্থাপন করা হচ্ছে ঘর।পাহাড়-টিলা ছেয়ে যাচ্ছে রোহিঙ্গা ঘরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর