আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে: চুন্নু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ ইসলামীয়া বোর্ডি মাঠে আয়োজিত জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন। জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মো: আব্দুল গণির সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন জাতীয় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায় আলমগীর শিকদার লোটন। প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, জাপা কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ উদ্দিন রেনু।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে: চুন্নু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেন হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাপা সারা দেশে সংগঠিত হচ্ছে। জাতীয় যুব সংহতিকে আরো শক্তিশালী হতে হবে। দলকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কমিটি গঠিত হচ্ছে। পুরুষ নেতৃত্বের পাশাপাশি উন্নয়নের রাজনীতি করে জাতীয় পার্টি। তিনি আরো বলেন বাংলাদেশে বৈদেশিক মূল্য আজ সয়ংসম্পূর্ণতা এসেছে। বাংলাদেশের পোষাক ও Ľষধ রফতানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করছে। যুব সংহতির আহবায়ক আলমগীর শিকদার লোটন বলেন, বাংলাদেশে মসজিদের আজান দেন পুরুষ, জামাতে নামাজ পড়ান পুরুষ, জানাযার নামায ও পড়ান পুরুষ, নারীরা নয়। তাই সর্বক্ষেত্রেই পুরুষ নেতৃত্ব চাই। নারী নেতৃত্ব চাই না, পুরষের নেতৃত্ব চাই, হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্ব চাই। বিএনপি সরকারের আমলে জামাত যদি বিএনপি সরকারের কাধে ভর করে সুবিধা নিতে পারে তাহলে আওয়ামীলীগের সাথে থেকে জাতীয় পার্টি কেন সুবিধা নিবে না। তাই এর এরশাদের নেতৃত্বে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। এডভোকেট শওকত কবিরের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন ভূঞা, যুব সংহতি নেতা মাহবুবুর রহমান বাবু, সাইফুর রহমান ইমন, মাহতাব ভূঞা, আবুল হাসান আজাদসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। পরে যুব সংহতির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন ও জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর