ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আক্রান্তের মৃতের সংখ্যা বেড়ে ৫২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ১৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যাও। দেশটিতে সরকারি হিসেব অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫।

দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, সোমবার লম্বাদিয়া ১৫ ও এমিলা-রোমানিয়া অঞ্চলে ৩ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ১৪৯ জন চিকিৎসা করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোববার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬৯৪। আর মৃতের সংখ্যা ২৯ থেকে বেড়ে ৩৪ জনে দাঁড়ায়। সোমবার আরো ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

করোনার কারণে এরইমধ্যে ইতালি সরকার বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছে।

বন্ধ করে দেয়া হয়েছে ইতালির সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত। এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে ও বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে।

ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানান, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইতালির বাংলাদেশ রোম দূতাবাসে হেল্প ডেস্ক খোলা হয়েছে। যদি কোনো প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে থাকে ১৫০০ এবং ১১২ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির রাজনৈতিক ও কমিউনিটির নেতারা। ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আক্রান্তের মৃতের সংখ্যা বেড়ে ৫২

আপডেট টাইম : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যাও। দেশটিতে সরকারি হিসেব অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫।

দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, সোমবার লম্বাদিয়া ১৫ ও এমিলা-রোমানিয়া অঞ্চলে ৩ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ১৪৯ জন চিকিৎসা করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোববার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬৯৪। আর মৃতের সংখ্যা ২৯ থেকে বেড়ে ৩৪ জনে দাঁড়ায়। সোমবার আরো ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

করোনার কারণে এরইমধ্যে ইতালি সরকার বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছে।

বন্ধ করে দেয়া হয়েছে ইতালির সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত। এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে ও বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে।

ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানান, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইতালির বাংলাদেশ রোম দূতাবাসে হেল্প ডেস্ক খোলা হয়েছে। যদি কোনো প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে থাকে ১৫০০ এবং ১১২ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির রাজনৈতিক ও কমিউনিটির নেতারা। ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।