,

image-253237-1575809374

কিশোরগঞ্জ মহিলা আ’লীগের সভাপতি দিলারা, সাধারণ সম্পাদক বিলকিস

হাওর বার্তা ডেস্কঃ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন। আজ রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগে র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি আলহাজ সাফিয়া বেগম।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -০১ (সদর -হোসেনপুর) আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দিলারা বেগম আছমার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মানছুরা জামান নূতন, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলবিছ বেগম প্রমুখ।

জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনেবএ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দিলারা বেগম আসমাকে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বিলকিস বেগমকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর