ভোটার তালিকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের শেষ তারিখ ২৩ জুলাই

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ এর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। গত ৩ জুলাই থেকে শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৪ সালে বা তার পূর্বে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরীকত্ব সনদ, জেএসসি/এসএসসি পরীক্ষার পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বাড়ি ভাড়া/হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি প্রদান করিতে হবে।
যাদের তথ্য সংগ্রহ করা হবে তাদেরকে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে ছবি ও আঙ্গুলের ছাপ দিয়ে অবশ্যই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪, ৪৫ ও ৪৬নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম আগামী ১১ অক্টোবর ২০১৯ইং থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর ২০১৯ ইং পর্যন্ত চলবে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর