হাওর বার্তা ডেস্কঃ শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান। আজ বৃহস্পতিবার ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে নির্বাচিত হন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ। ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক মটরগাড়ী মার্কায় পান ৮৪ হাজার ৩৯৫ ভোট।