বিএনপি সবসময়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান ভবিষ্যতে আরও দৃঢ় হবে।’ কোনো ভালো মানুষ সাম্প্রদায়িক হতে পারে না-উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ভালো মুসলমান, হিন্দু বা অন্য ধর্মের মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। যারা সাম্প্রদায়িক তারা ভালো মানুষ হতে পারে না।’
এ সময় তিনি বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে, দেশের সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান।’
দেশে সব ধর্মের মানুষ অনন্তকাল মিলে মিশে বাস করছে বলে উল্লেখ করে তিনি একে অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বলে বর্ণনা করেন। বিএনপির এই নেতা বলেন, ‘পূজা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে জানতে পারলাম, ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির মধ্য ১৪ বিঘা জমি অন্যায়ভাবে দখল হয়ে গেছে।’
বেহাত হওয়া জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন জানান। আশুরা ও প্রতিমা বিসর্জন নিয়ে কোনো বিভেদ যেন না হয় সে বিষয়ে সকলকে সর্তক থাকারও আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ডু, স্থানীয় ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম, পূজা কমিটির আহ্বায়ক নারায়ণ ভৌমিক উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বিএনপির নেতাদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
- ২৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ