শ্বশুরবাড়ি থেকে কারাগারে জামাই

বাল্যবিয়ের তিনদিনের মাথায় কারাগারে ঠাঁই হয়েছে এক জামাইবাবুর। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো. আরিফুল ইসলাম (২৩) নামে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নাটোরে স্কুল পড়ুয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে আটক করে এক মাসের জন্য কারাগারে পাঠিয়েছে। সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার শরীফপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মো. আরিফুল ইসলামের (২৩) সাথে নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকার মো. সালাহ উদ্দিনের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে শাপলা খাতুনের (১৩) গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বাল্যবিয়ের খবর জানতে পেরে বৃহস্পতিবার বর আরিফুল ইসলামকে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়িরুজ্জামান বর আরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর