ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দরজা লাগিয়ে আয়নার সামনে অভিনয় করতাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
  • ২৫৬ বার

হেলেন নামটা চলচ্চিত্র জগতে একদম নতুনই বলা যায়। এই তো হাঁটি হাঁটি করে যাত্রা শুরু নতুন প্রজন্মের নতুন মুখ হেলেনের। তার সম্পর্কে বেশি কিছু বলার নাই। আবার অনেক কিছুই আছে। গত ১৮ই অক্টোবর দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয় হেলেনের নায়িকা হবার কথা। হয়তো হেলেন নিজেও জানেনা বর্তমান দেশের চলচ্চিত্রে তার অবস্থানটা কি হবে। কিন্তু স্বপ্ন তো সবার থাকে। ঠিক সেই স্বপ্নকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাখাওয়াত হোসেন নিরব-এর হাতটা শক্ত করে ধরলেন হেলেন।

হেলেনের স্বপ্ন আর এই রঙ্গীন পর্দায় আসার কাহিনী নিয়ে কথা হয় লাইভ’র বিনোদন প্রতিবেদকের সাথে। হেলেন জানান কি ভাবে সে আসলো চলচ্চিত্রে। কোনো মিডিয়াকে দেওয়া হেলেনের এই প্রথম এক্সক্লুসিভ সাক্ষাতকার নিয়েছেন আরেফিন সোহাগ।

লাইভ’র সকল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে হেলেন’র সাক্ষাতকারটি:

লাইভ: এই প্রথম আপনি কোন অনলাইন মিডিয়াকে সাক্ষাতকার দিচ্ছেন কেমন লাগছে?
হেলেন: আমার খুব ভয় লাগছে। আমি বুঝছিনা কি বলবো। ভয় পাচ্ছি।

লাইভ: প্রথমত আপনি নিরব-এর হাত ধরে এই পর্যন্ত তাই তার সর্ম্পকে কিছু বলুন।
হেলেন: সে অনেক ভালো একটা মানুষ। আমার কাছে সে অনেক বড়। আমাকে এই ভাবে নিয়ে আসবে নিরব ভাবতেও পারিনি। আমি তার কাছে অনেক ঋণী। সারা জীবন তাকে মনে রাখতে চাই। আমি সারা জীবন নিরবের নায়িকা হয়ে থাকতে চাই।

লাইভ: অভিনয় জগতে আপনি একেবারে নতুন, আপনার অনুভুতি কেমন?
হেলেন: আমি আশাবাদী অনেক ভালো করব। আমার আত্মবিশ্বাস আছে। আমি অনেক ছোট থেকে একা একা অভিনয় করতাম। নিজের রুমে দরজা লাগিয়ে আয়নার সামনে অভিনয় করতাম। সেই হিসেবে আমার বিশ্বাস আমি ভালো কিছু করতে পারবো।

লাইভ: আপনার ফ্যামিলি থেকে কি কোন বাঁধা আসছে, বা কেউ কি নিষেধ করেছে?
হেলেন: আমাকে কেউ নিষেধ করেনা। আমি খুব জেদি একটা মেয়ে। তারপরও আমার মা আমাকে বলেছিল আমি ছোট কি ভাবে কাজ করবো। কোন সমস্যা হবে কিনা। সব মিলিয়ে আর কি তেমন কোন সমস্যা হয়নি।

লাইভ: আপনি আইডল মনে করেন কাকে?
হেলেন: এক কথায় ‘এ্যানজেলিনা জোলি’

বিডি টুয়েন্টিফোর লাইভ: অবসর সময় কি করতে ভালোবাসেন?
হেলেন: আমি খুব গাড়ি পাগল। গাড়ি ছাড়া কিছু লাগেনা। আর সাথে সাথে সাইকেল চালাই। গান করি, এই তো এই করি।

লাইভ: আগামীতে নিজেকে কোন স্থানে দেখতে চান?
হেলেন: আমি সুপারস্টার হতে চাই। আমাকে দেখে যেন নতুন প্রজন্ম শিখতে পারে। আমি নতুন প্রজন্মের আইডল হতে চাই।

লাইভ: কোন চরিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী?
হেলেন: নির্দিষ্ট কিছু না। তবে রোমান্টিক গল্প হলে ভালো হয়। তারপরও সব চরিত্রে আমি কাজ করতে চাই।
লাইভ: আমরা শুনেছি আপনাকে ফেসবুক থেকে পছন্দ করা হয়েছে, এই বিষয়ে যদি কিছু বলেন।
হেলেন: না এটা সত্য না। আমার সাথে নিরবের সাথে অনেক আগে থেকেই পরিচয় হয়। সেখান থেকে নিরবের সাথে আমার যোগাযোগ।

লাইভ: নতুন হিসেবে কি বলার আছে?
হেলেন: আমার পরিকল্পনা আমার একটাই আশা আমি খুব ভালো ভাবে নিজেকে উপস্থাপন করতে চাই। আমি চলচ্চিত্রে কাজ করবো। আমি অনেক বড় হিরোইন হতে চাই। দর্শকরা যেন আমার অভিনয় দেখে খুশি হতে পারে সেই ভাবে কাজ করতে চাই।

লাইভ: আপনার নতুন দর্শকদের জন্য কিছু বলুন।
হেলেন: আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের ভালো কাজ উপহার দিতে চাই। আমি সব সময় ভালো কাজের পাশে থাকতে চায়।

লাইভ: সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হেলেন: আপনাকে সহ পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দরজা লাগিয়ে আয়নার সামনে অভিনয় করতাম

আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫

হেলেন নামটা চলচ্চিত্র জগতে একদম নতুনই বলা যায়। এই তো হাঁটি হাঁটি করে যাত্রা শুরু নতুন প্রজন্মের নতুন মুখ হেলেনের। তার সম্পর্কে বেশি কিছু বলার নাই। আবার অনেক কিছুই আছে। গত ১৮ই অক্টোবর দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয় হেলেনের নায়িকা হবার কথা। হয়তো হেলেন নিজেও জানেনা বর্তমান দেশের চলচ্চিত্রে তার অবস্থানটা কি হবে। কিন্তু স্বপ্ন তো সবার থাকে। ঠিক সেই স্বপ্নকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাখাওয়াত হোসেন নিরব-এর হাতটা শক্ত করে ধরলেন হেলেন।

হেলেনের স্বপ্ন আর এই রঙ্গীন পর্দায় আসার কাহিনী নিয়ে কথা হয় লাইভ’র বিনোদন প্রতিবেদকের সাথে। হেলেন জানান কি ভাবে সে আসলো চলচ্চিত্রে। কোনো মিডিয়াকে দেওয়া হেলেনের এই প্রথম এক্সক্লুসিভ সাক্ষাতকার নিয়েছেন আরেফিন সোহাগ।

লাইভ’র সকল পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে হেলেন’র সাক্ষাতকারটি:

লাইভ: এই প্রথম আপনি কোন অনলাইন মিডিয়াকে সাক্ষাতকার দিচ্ছেন কেমন লাগছে?
হেলেন: আমার খুব ভয় লাগছে। আমি বুঝছিনা কি বলবো। ভয় পাচ্ছি।

লাইভ: প্রথমত আপনি নিরব-এর হাত ধরে এই পর্যন্ত তাই তার সর্ম্পকে কিছু বলুন।
হেলেন: সে অনেক ভালো একটা মানুষ। আমার কাছে সে অনেক বড়। আমাকে এই ভাবে নিয়ে আসবে নিরব ভাবতেও পারিনি। আমি তার কাছে অনেক ঋণী। সারা জীবন তাকে মনে রাখতে চাই। আমি সারা জীবন নিরবের নায়িকা হয়ে থাকতে চাই।

লাইভ: অভিনয় জগতে আপনি একেবারে নতুন, আপনার অনুভুতি কেমন?
হেলেন: আমি আশাবাদী অনেক ভালো করব। আমার আত্মবিশ্বাস আছে। আমি অনেক ছোট থেকে একা একা অভিনয় করতাম। নিজের রুমে দরজা লাগিয়ে আয়নার সামনে অভিনয় করতাম। সেই হিসেবে আমার বিশ্বাস আমি ভালো কিছু করতে পারবো।

লাইভ: আপনার ফ্যামিলি থেকে কি কোন বাঁধা আসছে, বা কেউ কি নিষেধ করেছে?
হেলেন: আমাকে কেউ নিষেধ করেনা। আমি খুব জেদি একটা মেয়ে। তারপরও আমার মা আমাকে বলেছিল আমি ছোট কি ভাবে কাজ করবো। কোন সমস্যা হবে কিনা। সব মিলিয়ে আর কি তেমন কোন সমস্যা হয়নি।

লাইভ: আপনি আইডল মনে করেন কাকে?
হেলেন: এক কথায় ‘এ্যানজেলিনা জোলি’

বিডি টুয়েন্টিফোর লাইভ: অবসর সময় কি করতে ভালোবাসেন?
হেলেন: আমি খুব গাড়ি পাগল। গাড়ি ছাড়া কিছু লাগেনা। আর সাথে সাথে সাইকেল চালাই। গান করি, এই তো এই করি।

লাইভ: আগামীতে নিজেকে কোন স্থানে দেখতে চান?
হেলেন: আমি সুপারস্টার হতে চাই। আমাকে দেখে যেন নতুন প্রজন্ম শিখতে পারে। আমি নতুন প্রজন্মের আইডল হতে চাই।

লাইভ: কোন চরিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী?
হেলেন: নির্দিষ্ট কিছু না। তবে রোমান্টিক গল্প হলে ভালো হয়। তারপরও সব চরিত্রে আমি কাজ করতে চাই।
লাইভ: আমরা শুনেছি আপনাকে ফেসবুক থেকে পছন্দ করা হয়েছে, এই বিষয়ে যদি কিছু বলেন।
হেলেন: না এটা সত্য না। আমার সাথে নিরবের সাথে অনেক আগে থেকেই পরিচয় হয়। সেখান থেকে নিরবের সাথে আমার যোগাযোগ।

লাইভ: নতুন হিসেবে কি বলার আছে?
হেলেন: আমার পরিকল্পনা আমার একটাই আশা আমি খুব ভালো ভাবে নিজেকে উপস্থাপন করতে চাই। আমি চলচ্চিত্রে কাজ করবো। আমি অনেক বড় হিরোইন হতে চাই। দর্শকরা যেন আমার অভিনয় দেখে খুশি হতে পারে সেই ভাবে কাজ করতে চাই।

লাইভ: আপনার নতুন দর্শকদের জন্য কিছু বলুন।
হেলেন: আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের ভালো কাজ উপহার দিতে চাই। আমি সব সময় ভালো কাজের পাশে থাকতে চায়।

লাইভ: সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হেলেন: আপনাকে সহ পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা।