হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত কিশোরগঞ্জের তরুণী সাজেদা আক্তার লিপির শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। গতকাল শুক্রবার ভোরে তিনি প্রথমবারের মতো কথা বলতে পেরেছেন।
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে নিউজিল্যান্ডে থাকা লিপির দেবর খোকন মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লিপি কথা বলতে পারছেন এবং আশঙ্কামুক্ত। তবে তিনি কখনো হাঁটতে পারবেন না। হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে হবে।
গত ১৫ মার্চ জুমার নামাজ আদায় করতে স্বামী মাসুদ মিয়ার সঙ্গে এক গাড়িতেই ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গিয়েছিলেন সাজেদা আক্তার লিপি। এসময় বন্দুকধারীর হামলার অলৌকিকভাবে স্বামী মাসুদ মিয়া প্রাণে বেঁচে গেলে ঘাতকের বুলেটে এফোঁড়-ওফোঁড় হন সাজেদা আক্তার লিপি।
এরপর সেখান থেকে লিপিকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। এর প্রায় এক সপ্তাহ পর গত ২৩ মার্চ জ্ঞান ফিরলেও তিনি কথা বলতে পারছিলেন না।