হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই ট্রেনের সব টিকিট মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অ্যাপের মাধ্যমে বিকাশ বা অন্যান্য মাধ্যমে টাকা পরিশোধ করে অনলাইনে ট্রেনের টিকিট কেনা যাবে।
শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। রেলমন্ত্রী আরো জানায়, ঈদযাত্রায় ট্রেনের টিকিট শুধু কমলাপুর রেলওয়ে স্টেশন নয়, রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্রি করা হবে।