হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জাতীয় সংসদে যোগদানের জন্য নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করেছেন মোকাব্বির খান। তিনি জনগণকে দেওয়া কথা রেখেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের নমুনা।
আমি মনে করি, জাতীয় সংসদে মোকাব্বির খানের সক্রিয় অংশগ্রহণ একটি উন্নত বাংলাদেশ তথা উন্নত বিশ্ব গড়তে সহায়ক হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
অভিনন্দন বার্তায় সুলতান মনসুরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি গণতন্ত্র রক্ষায় আপনাদের অংশদারিত্ব দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।’