হাওর বার্তা ডেস্কঃ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহউদ্দিন। তাঁকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। মো. সালাহউদ্দিন ২০১৮ সালের ৩রা জানুয়ারি অষ্টগ্রাম উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ইউএনও মো. সালাহউদ্দিনের নিজ জেলা চুয়াডাঙ্গা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। অষ্টগ্রাম উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করার আগে মো. সালাহউদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবেও অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।