হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপা পড়ে নায়েব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নায়েব আলী উপজেলার দেওলী গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার দেওলী গ্রামের নায়েব আলী দীর্ঘদিন যাবৎ গাছ কাটার পেশায় নিয়োজিত ছিলেন। সকালে পাশ্ববর্তী দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটা শুরু এক পর্যায়ে একটি গাছ ছিটকে গিয়ে তার উপর পরলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গাছ শ্রমিক নায়েব আলীকে মৃত ঘোষণা করেন।
বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা রাজিক গাছ শ্রমিক নায়েব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।