হাওর বার্তা ডেস্কঃ সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে আজ মঙ্গলবার (২ এপ্রিল) এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ নেতৃত্ব দেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে পুরো এই আয়োজনে কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ সহযোগিতা করে।