হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি সোমবার দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর)।
সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন। একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিমানবাহিনী প্রধানের নাম কলেজটির হল অব ফেমে ১৩তম ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে বিমানবাহিনী প্রধান স্টাফ কলেজের ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখেন। এছাড়া তিনি মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজের কমান্ড্যান্টের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
আইএসপিআর জানায়, পরিদর্শন ছাড়াও বিমানবাহিনী প্রধান লঙ্কাভি ইন্টারন্যাশনাল মেরিটাইম এবং এরোস্পেস এক্সিবিশন-২০১৯-এ অংশ নেন। বিমানবাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর সুসম্পর্ক উন্নয়ন ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।