হাওর বার্তা ডেস্কঃ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে তার জন্য হাসপাতালের কেবিন প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র।
পুরান ঢাকার কেন্দ্রী কারাগার ও বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে।