ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
  • ২২৪ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। আর তাই সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করছে। মানবতাই আসল ধর্ম। সকল ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা।’

মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ সকল ধর্মের সকল বর্ণের মানুষের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সকল বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, এ দেশ আপনাদের নিজেদেরই। আসুন এ দেশকে আমরা সবাই মিলে গড়ে তুলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা চেয়েছিলেন, আমরা তার স্বপ্ন বাস্তবায়নে সে সোনার বাংলা গড়ে তুলি। দেশে যেন কোনো মানুষ দারিদ্র্যের ছায়ায় না থাকে, সে দিকে আমাদের লক্ষ্য থাকতে হবে, সে নিয়ে আমাদের কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের কালরাতে বঙ্গবন্ধুকে স্বাধীনতাবিরোধীরা হত্যা করে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা হটিয়ে দিয়েছিল। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সেই ধর্মনিরপেক্ষতা সংবিধানে পুনর্বহাল করি।

দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন মজবুত অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছি।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। আর তাই সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করছে। মানবতাই আসল ধর্ম। সকল ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা।’

মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ সকল ধর্মের সকল বর্ণের মানুষের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সকল বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, এ দেশ আপনাদের নিজেদেরই। আসুন এ দেশকে আমরা সবাই মিলে গড়ে তুলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা চেয়েছিলেন, আমরা তার স্বপ্ন বাস্তবায়নে সে সোনার বাংলা গড়ে তুলি। দেশে যেন কোনো মানুষ দারিদ্র্যের ছায়ায় না থাকে, সে দিকে আমাদের লক্ষ্য থাকতে হবে, সে নিয়ে আমাদের কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের কালরাতে বঙ্গবন্ধুকে স্বাধীনতাবিরোধীরা হত্যা করে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা হটিয়ে দিয়েছিল। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সেই ধর্মনিরপেক্ষতা সংবিধানে পুনর্বহাল করি।

দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন মজবুত অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছি।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।