রংপুরের উন্নয়নে গ্যাস সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রোববার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ঢাকায় কর্মরত উত্তরাঞ্চলের আট জেলার সাংবাদিকদের সংগঠন ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’র অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, সরকারের কাছে দাবি করবো, আমরা গ্যাস চাই, হাত পাততে চাই না। গোটা বাংলাদেশকে আমরা খাওয়াই। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ নয়, আমরা রংপুর বিভাগ করি। এসময় তিনি রংপুর অঞ্চলে শিক্ষা বিস্তারে আরো বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। এ অঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরশাদ বলেন, রংপুরের মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে। তারা ভোট না দিলে হয়তো আমাকে ফাঁসিতে ঝুলতে হতো। যতদিন বেঁচে আছি, রংপুরের মানুষের জন্য কাজ করে ঋণ শোধের চেষ্টা করবো। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্ভীক সাংবাদিকতায় আল্লাহ ছাড়া কাউকে তোমরা ভয় করবে না। রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি কেরামত উল্লাহ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম
তারা ভোট না দিলে আমাকে ফাঁসিতে ঝুলতে হতো : এরশাদ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
- ৪১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ