হাওর বাতা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক তিন মাস ৬দিন পর আবারো খোলা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর দান সিন্দুক খোলা হয়েছিল।
দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। পরে শুরু হয় টাকা গণনার কাজ। টাকা গণনা করার পর জানা যাবে, এবার কত টাকা সিন্দুকগুলোতে দান হিসেবে পাওয়া গেল। তবে সিন্দুক খুললে প্রতিবারে কম-বেশি কোটি টাকা পাওয়া যায়।
সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর পাগলা মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়। তখন এক কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা পাওয়া যায়। নগদ এই টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে অনেক স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন, মো. শরীফুল আলম ও সাগুফতা হক টাকা গণনার কাজ তদারকি করছেন।