হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট।
আজ এখানে পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘আমাদের দুই দেশের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, আমি বিশ্বাস করি শুভ ইচ্ছা ও ভাল প্রতিবেশীসুলভ আন্তরিকতার ভিত্তিতে আমাদের যৌথ প্রচেষ্টায় মিয়ানমার ও বাংলাদেশ মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সহযোগিতা আরো বৃদ্ধি ও জোরদার হতে পারে।’
মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের পারস্পারিক স্বার্থে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।