হাওর বার্তা ডেস্কঃ নতুন মজুরি কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর মিরপুরের কালশীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।
এদিকে গতকাল মঙ্গলবার (৮ জানুয়ারি) বিক্ষোভকালে সাভারে পুলিশের গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছে। এ নিয়েও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পুলিশের পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম জানান, সকাল থেকেই কালশী ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।