হাওর বার্তা ডেস্কঃ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে এবং নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচিতে জানানো হয়, তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরাও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে, বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, ‘গোপালগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব নেয়ার পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৯ই জানুয়ারি টুঙ্গিপাড়া আসবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।’
প্রধানমন্ত্রীর আগমন অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে, নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক।