হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বাস যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। এর আগে গতকাল মঙ্গলবার বাস যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান তারা।
জানা গেছে, আজ বুধবার সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে এনা পরিবহনের তিনটি বাসে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন মন্ত্রিসভার সদস্যরা। সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছার কথা রয়েছে তাদের। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রিসভার সদস্যদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর মন্ত্রিসভার নতুন সদস্যরা গত সোমবার শপথ নেন। গতকাল সকালে তারা ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা বাস যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ফিরে আসেন।